ব্রেক আপ নয়, টাটকা প্রেমে রণবীর-দীপিকা
প্রকাশিত : ১০:০৪, ৬ নভেম্বর ২০১৭
রণবীর-দীপিকার সম্পর্ক বলিউডে ওপেন সিক্রেট। যদিও দু‘দিন আগে শোনা যাচ্ছিল তাঁদের ব্রেক আপের কথা। তবে সেসব জল্পনায় এবার পানি ঢাললেন দীপিকা। সম্প্রতি একটি ম্যাগাজিনের কভার ফটোতে রণবীরের ছবি দেখে প্রকাশ্যে প্রশংসা করলেন দীপিকা।
অন্যতম শীর্ষ ফ্যাশন ম্যাগাজিন -এর লাল কভারে রণবীরকে অনেকটা `হট’ দেখাচ্ছিল। আর এটা দেখলে যেকোনো মেয়েরই নজর কাড়বে। ওই কভার ফটোই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রণবীর। যে পোস্টের নিচে দীপিকা কমেন্ট করেছেন ‘উফ!!!’। আর পাশে রয়েছে লাভ চিহ্ন। রণবীরও দীপিকার কমেন্টে পাল্টা চুমু দিয়েছেন।
প্রকাশ্যে রণবীর-দীপিকার এই ছোট্ট কথোপকথনই বুঝিয়ে দিচ্ছে তাঁদের ব্রেক আপের খবর পুরোটাই ভুয়া।
সূত্র : জি নিউজ
এসএ/এআর










