ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হেনস্তার শিকার শাহরুখ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জন্মদিন সেলিব্রেট করতে পরিবারের সঙ্গে আলিবাগ গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। আর সেই সময় গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে হেনস্তার শিকার হন শাহরুখ।

ওইদিন গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন সমুদ্রসৈকতে বাঁধা ছিল শাহরুখের বিলাসবহুল ইয়ট। আর তাঁকে একটিবার দেখার জন্য ভিড় করছিলেন অগণিত মানুষ। অথচ শাহরুখ তখনও তাঁর ইয়ট থেকে বের হননি। এদিকে শাহরুখের ইয়ট বাঁধা থাকায়, নিজের ইয়টটি বাঁধতে পারছিলেন না আলিবাগের বিধায়ক জয়ন্ত পাটিল। তাঁরও মুম্বাই যাওয়ার কথা ছিল। আর এতেই মেজাজ হারান বিধায়ক।

সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, শাহরুখকে উদ্দেশ্য করে মারাঠি ভাষায় পাটিল বলেন, ‘আপনি সুপারস্টার হতে পারেন, তাই বলে গোটা আলিবাগকে কিনে রেখেছেন নাকি? আপনাকে আলিবাগে আসতে গেলে আমার অনুমতি নিতে হবে।’

পরে শাহরুখের ইয়টটি পার করে নিজের ইয়টটিকে ঘাটে বাঁধেন বিধায়ক পাটিল। শাহরুখকে যদিও পাটিলের কথার উত্তর দিতে দেখা যায়নি। ঘটনার পর কিং খান নিজের ইয়ট ছেড়ে বেরিয়ে আসেন এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন।

সূত্র : জি নিউজ

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি