ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করণকেও ফিরিয়ে দিয়েছেন আনুশকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘বাহুবলী’ সিনেমাতে অসাধারণ অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেট্টি। বেশ কয়েক বছর ধরেই তাঁর বলিউডে অভিষেক নিয়ে নানা জল্পনা চলছে। কিন্তু একের পর এক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন দক্ষিণী এ নায়িকা। এমনকি বেশ কয়েক বছর আগে আনুশকাকে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন করণ জোহর। কিন্তু তাকেও ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

বলিউড সূত্রে জানা গেছে, ‘তামাশা’ সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন আনুশকা। সেই সময়ে শোনা গিয়েছিল যে, সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আগে নাকি দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে পরামর্শ করেছিলেন আনুশকা। এখানেই শেষ নয়, এর আগে অজয় দেবগনের ‘সিংঘম’ এবং ‘গোলমাল’-এর সিরিজের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন অভিনেত্রী।

প্রসঙ্গত, দক্ষিণী তারকা প্রভাসকেও নিজের সিনেমাতে অভিনয়ের প্রস্তাব দেন করণ জোহর। কিন্তু পারিশ্রমিক হিসেবে প্রভাস ২০ কোটি রূপী চান। প্রভাসের এই বিপুল পরিমান পারিশ্রমিকে রাজি হননি পরিচালক। এমনিতেই প্রভাস আর আনুশকা শেট্টির ‘অতিরিক্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব’ নানারকম গুঞ্জণ তৈরি করেছে। তবে, তাঁদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা বরাবরই দু’জনেই অস্বীকার করে এসেছেন। তাই এবার আরও গুঞ্জণ তৈরি হয়েছে যে, প্রভাসের কারণেই কি তাহলে করণ জোহরের সিনেমাতে কাজ করতে চাইলেন না আনুশকা শেট্টি!

সূত্র : জি নিউজ

এসএ/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি