দ্বিতীয় বিয়ে করছেন কারিশমা কাপুর!
প্রকাশিত : ১০:৪২, ১৩ নভেম্বর ২০১৭
				
					অবশেষে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন কারিশমা কাপুর! সেই গুঞ্জনই চলছে বলিউড পাড়ায়। গুঞ্জন হওয়াটাই স্বাভাবিক। কারণ বেশ কিছুদিন ধরেই কারিশমা কাপুর এবং তাঁর প্রেমিক সন্দীপ তোসনিওয়ালের ডেটিংয়ের কথা শোনা যাচ্ছে। টানা ৭ বছরের আইনি লড়াইয়ের পর বিবাহ বিচ্ছেদ হয়েছে সন্দীপ তোসনিওয়ালের।
শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি ব্যবসায়ী সন্দীপকে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। কিছুদিন আগে প্রেমিক সন্দীপ তোসনিওয়ালের সঙ্গে রেস্তোঁরা থেকে বেরিয়ে আসতে দেখা যায় কারিশমা কাপুরকে।
কারিশমা কাপুরের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে জানতে চাওয়া হলে বাবা রণধীর বলেন, ‘যদি ও (করিশমা) বিয়ে করতে চায়, তাহলে আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে রয়েছে। ওদের বয়সও কম। আমিও ওদের ছবি দেখেছি।
যদি ও আবার নতুন করে জীবন শুরু করতে চায়, ওর ছেলেমেয়েরা (সামাইরা এবং কিয়ান) এবং ওর প্রাক্তন স্বামী ওর এই সিদ্ধান্তে খুশি থাকে, তাহলে আমার সমর্থন সবসময় ওর সঙ্গে রয়েছে। আমার মনে হয় না আজকের দিনে এটা কোনও আলোচনা করার মতো ব্যাপার।’
সূত্র : জি নিউজ
এসএ/ এআর
				        
				    









