ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বাহুবলী টু’র রেকর্ড ভেঙে দিল ‘টাইগার জিন্দা হ্যায়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কিছুদিন হলো মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। আর তাতেই মাত করে দিয়েছে টাইগারের গর্জন। এমনকী, এই বছরের সর্বাধিক জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী ২’কেও পেছনে ফেলে দিয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’।

কেন না এই মুহূর্তে নেটিজেনদের সবচেয়ে পছন্দের সিনেমার ট্রেলার ‘টাইগার জিন্দা হ্যায়’। ইউটিউবে সর্বাধিক লাইক পেয়ে ‘বাহুবলী ২’-এর রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছে এই সিনেমার ট্রেলার। এখন পর্যন্ত কোনো সিনেমার ঝুলিতে এত পরিমাণ লাইক পড়েনি। ইউটিউবে ইতিমধ্যেই প্রায় ৮ লাখ দর্শক ‘টাইগার জিন্দা হ্যয়’-এর ট্রেলারে লাইক দিয়েছেন। যে হিসেবটা ‘বাহুবলী ২’ এর ক্ষেত্রে ছিল সাড়ে পাঁচ লাখের কাছাকাছি।

২২ ডিসেম্বর মুক্তি পাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’। সিনেমাটি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। ২০১৪ সালের এক সত্য ঘটনার অবলম্বনে নির্মিত এই সিনেমা। সালমান খান (টাইগার) ও ক্যাটরিনা কাইফ (জোয়া) এই সিনেমাতে ‘র’-এর এজেন্ট।

সূত্র : আনন্দবাজার

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি