ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘পিকে’র রেকর্ড ভাঙল অজয়ের ‘গোলমাল এগেইন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ১৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৯, ১৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অজয় দেবগনের নতুন ছবি ‘গোলমাল এগেইন’ নতুন রেকর্ড তৈরি করেছে। আমির খান মানেই হলো বক্স অফিসের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করা। তার ছবি হলে থাকলে অন্য মুভিগুলো অনায়াসে মুখ থুবড়ে পড়ে যায়।

কিন্তু কিছু দিন আগে অভিনেতা অজয় দেবগনের সঙ্গে টক্কর দিয়ে মাঠে নামেন আমির খান। সেখানে অজয়ের কাছে আমিরকে পরাজয় বরণ করতে হয়। আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ এর পাশাপাশি মুক্তি পায় অজয়ের ‘গোলমাল এগেইন’। বক্স অফিস হিসেবে দেখা যায় আমির খানের মুভি মুখ থুবড়ে পড়ে গেছে।         

তবে আমিরের ছবি ‘দঙ্গল’ শুধু নিজ দেশ ভারতেই নয়, চীনেও সব রেকর্ড ভেঙ্গে দেয়। সে তুলনায় আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ তেমন ব্যবসা করতে পারেনি। অজয়ের ‘গোলমাল এগেইন’ ভাল ব্যবসা করে।

বক্স অফিস কালেকশনে দেখা যায় অজয় আমিরকে ছাড়িয়ে গেছেন। এ পর্যন্ত ১৯৯.৭৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে চলচ্চিত্রটি। তবে এই কালেকশন দিয়ে আমিরের রেকর্ড ভাঙ্গা হয়নি।

মূলত: গুজরাট-সৌরাষ্ট্র অঞ্চলে ‘গোলমাল এগেইন’ ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে। এখানেই অজয় দেবগনের কাছে হেরে যায় আমির খানের পিকে।

গুজরাট-সৌরাষ্ট্র অঞ্চলে ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘গোলমাল এগেইন’। অজয় দেবগনের ছবি এখানেই আমির খানের ‘পিকে’র রেকর্ড ভেঙে ফেলেছে। আমির খান এ অঞ্চলে ব্যবসা করেছিল ৩৩ কোটি টাকার। ফলে এটা বলাই যায় যে ‘গোলমাল এগেইন’ রাজকুমার হিরানির ‘পিকে’র  রেকর্ড ভাঙল।  

এসি/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি