ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তাপ ছড়াচ্ছেন রিচা চাড্ডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ১৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘ফুকরে’, ‘মশান’ কিংবা ‘চার্লস’ প্রায় সব সিনেমাতেই বেশ উত্তেজনা ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। যে কোনো চরিত্রে অভিনয় করতেই সাহস রয়েছে তার। বিশেষ করে হট দৃশ্যে অভিনয় করতে সব সময়ই তিনি বেশ স্পষ্ট। আর এবার ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করে উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন রিচা। ওই ছবিতে বেশ ‘বোল্ড’ লুকেই দেখা যায় বলিউডের এই অভিনেত্রীকে। আর ওই ছবি দেখেই বলিউড টাউনে জোর চর্চা শুরু হয়েছে।

অপরদিকে সম্প্রতি আলি ফজলের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিচা। তিনি জানান, এতদিন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে চুপ ছিলেন তাঁরা। কিন্তু, এবার আর সেই লুকোচুরির কোনও বিষয় নেই। তাই সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি