ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রকাশ্যে এসেছে তৈমুরের বোন ইনায়া নওমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২১, ১৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই সমস্ত লাইম লাইট কেড়ে নিয়েছে সাইফ–কারিনার ছেলে তৈমুর। তার ছবি সোশ্যাল সাইটে প্রকাশ পেলেই শেয়ার-লাইক হয় ঝড়ের গতিতে। তবে এবার কড়া প্রতিযোগিতার মুখে পড়তে যাচ্ছে ছোট্ট তৈমুর। শিশুদিবসে প্রকাশ্যে এসেছে তৈমুরের পিসতুতো বোন ইয়ানা নাওমির ছবি।

গত ২৯ সেপ্টেম্বর মেয়ের মা হন অভিনেত্রী সোহা আলি খান। নবরাত্রিতে জন্ম হওয়ায় সোহা-কুণাল তার নাম রাখে ইনায়া নওমি। ‘‍ইনায়া’‍ একটি উর্দু শব্দ। ‌যার অর্থ ‘‍ঈশ্বরের উপহার’‍। আর ‘‍নওমি’‍ শব্দটি এসেছে নবমি থেকে। সোহার মেয়ের ছবি দেখতে মুখিয়ে ছিল সোশ্যাল দুনিয়া। শিশু দিবসে মেয়ের ছবি শেয়ার করেন বাবা কুণাল খেমু। আর তার পরই ঝড় ওঠে ইন্সটাগ্রামে। মেয়ের ছবি পোস্ট করে সবাইকে শিশু দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন কুণাল।

শেষবার বাড়িতে দিওয়ালি সেলিব্রেশনের সময় ইনায়াকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছিলেন কুণাল ও সোহা। তবে সেসময় ইনায়ার মুখ দেখা যায়নি। অবশেষে সেই পতৌদি ও খেমু পরিবারের কণিষ্ঠতম সদস্যের দেখা মিলল।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি