ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজের বিয়ের খবর দিলেন সালমান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ১৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩১, ১৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সালমানের বিয়ে নিয়ে কৌতুহলের শেষ নেই। সবাই জানতে চায়- কবে বিয়ে করছেন সালমান খান? আদৌ কি আর বিয়ে করবেন তিনি? তবে বিষয়টা আর সংবাদ বা গসিপে আটকে নেই। এবার নিজেই সেই জল্পনার অবসান করলেন বলিউড ভাইজান।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের মনে কথা জানালেন সালমান খান।

সালমান বলেন, ‘আমি অত্যন্ত খুশি। এতো মানুষ ও ভক্ত এখনও আমার বিয়ের ব্যাপারে চিন্তা করেন। আমার লাভ লাইফ নিয়ে এতটাই উদ্বিগ্ন তারা, এটা ভেবেই আমার ভালো লাগে। আমি সত্যি বলছি, আমি কবে বিয়ে করব সেই প্রশ্নের কোনও উত্তর নেই আমার কাছে। আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলেও, আমি হ্যাঁ কিংবা না, কোনও উত্তরই দিতে পারব না।’ 

তিনি আরও বলেন, ‘যখন আমি বিয়ে করব আপনারা জানতেই পারবেন। লুকিয়ে কিছু করা হবে না। যদি বিয়ে হয় হবে, আবার যদি না হয় হবে না। তবে আমার প্রতি মানুষের ভালোবাসা নিয়েই আমি অত্যন্ত খুশি ও সুখী।’

আপাতত প্রাক্তন প্রেমিকা ক্যাটের সঙ্গে পরবর্তী সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’র প্রোমোশন নিয়েই ব্যস্ত সালমান খান।

উল্লেখ্য, সম্প্রতি বলিউডে গুঞ্জন উঠেছিলো সালমান খানের বিয়ে হতে যাচ্ছে ১৮ নভেম্বর। কিন্তু এর মাধ্যমে সে জল্পনাতে জল ঢাললেন ভাইজান।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি