ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে শাহরুখের সেলফি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ১৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শাহরুখ খানের নতুন সিনেমার শুটিং সেটে তোলা দুই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। আনন্দ এল. রাই এর নাম নির্ধারিত না হওয়া নতুন সিনেমাতে একপর্দায় দেখা যাবে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফকে।

এ সিনেমাতে রোমান্টিক ইমেজ ভেঙে প্রথমবারের মতো ‘বামন’ বা ‘ক্ষুদে-মানব’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। বামন চরিত্রে কেমন দেখাবে ‘কিং অফ রোমান্স’ তারকা শাহরুখকে, তা জানতে আগ্রহের শেষ নেই ভক্তদের।

শোনা গেছে এ সিনেমার একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকেও। সম্প্রতি সিনেমার শুটিং সেটে ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে তোলা সেলফিতে দেখা গেছে শাহরুখকে।

ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে তোলা দুই সেলফির ক্যাপশনে ‘রইস’ তারকা লিখেছেন, ‘শুটিং-এর ফাঁকে দুই সুন্দরী সহঅভিনেত্রী ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে!’

প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে সেলফি দুটি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি