ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাপারাজ্জির ওপর চটেছেন ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ২১ নভেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৪৪, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাবার জন্মদিন উপলক্ষে মুম্বইয়ে স্মাইল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যাকে নিয়েই ওই অনুষ্ঠানে হাজির হন তিনি। জানা যায়, ওই সংগঠনের ১০০ শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিচ্ছেন রাই। সেখানকার যে সমস্ত শিশুর ঠোঁট কাটা, তাদের অস্ত্রোপচারের দায়িত্ব নিচ্ছেন ঐশ্বরিয়া। ওই শিশুদের চিকিৎসার পুরোটাই বহন করবেন তিনি। পাশাপাশি ওই অনুষ্ঠানে হাজির হয়ে বাবার জন্মদিন উপলক্ষ্যে শিশুদের সঙ্গে কেকও কাটেন। ঘটনাটি ঘটেছে সেখানেই।

হঠাৎ করেই পাপারাজ্জির উপর চোটে গেলেন ঐশ্বর্য রাই বচ্চন। ‘কোনও অনুষ্ঠান নয়। কোনও ইভেন্টও নয়- কেনো আপনারা ছবি তুলছেন। এভাবে ছবি তুলবেন না’- ছবি শিকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এ কথাই বলেন রাই সুন্দরী।

তিনি আরও বলেন, এটা কোনও সিনেমার প্রিমিয়ার নয় কিংবা কোনও ইভেন্টও নয়।

প্রসঙ্গত, এর আগে আরও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে মুম্বইয়ের একটি স্কুলের ১০০০ শিশুকে খাবার যোগানের দায়িত্ব নেন ঐশ্বরিয়া।

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি