ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ব সুন্দরী মানুষীর সম্মানে বালি ভাস্কর্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

হরিয়ানার তরুণী মানুষী চিল্লার। ‘মিস ওয়ার্ল্ড’র মুকুট জয় করে ভারতবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে এই বিশ্ব সুন্দরী নজর কেড়েছেন গোটা বিশ্বের। সম্প্রতি তাকে সম্মান জানিয়ে উড়িষ্যার পুরি সমুদ্র সৈকতে বালুর ভাস্কর্য তৈরি করেছেন প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পাটনায়েক। আর সেই ভাস্কর্যটির ছবি শেয়ার করে সুদর্শন শেয়ার করেছেন তার টুইটার অ্যাকাউন্টে। সঙ্গে লিখেছেন, ‘মিস ওয়ার্ল্ড মুকুট জেতায় মানুষীকে শুভেচ্ছা। তুমি ভারতকে গর্বিত করেছো। তাই তোমার জন্য আমার এই বালি ভাস্কর্য।‘

উল্লেখ্য, চীনের সাংহাই শহরে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিশ্বের ১২০ সুন্দরীকে পেছনে ফেলে মানুষী চ্যাম্পিয়ন মুকুট অর্জন করেন। মানুষীকে মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

সূত্র :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি