ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলেকে নিয়ে নাগরদোলায় শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অবিকল যেন ছোট্ট শাহরুখ। ছোট্ট হলেও এখনই বাবার সবকিছু অনুকরণ করছে সে। খেলার মাঠ হোক কিংবা লং ড্রাইভ, জন্মদিনের পার্টি, সব জায়গাতেই কিং খানের ছায়া সঙ্গী ছোট্ট আব্রাম। সেও বাবা বলতে অজ্ঞান।

যেহেতু আরিয়ান ও সুহানা এখন অনেকটাই বড়, তাই আব্রামকে যতটা সম্ভব সময় দেন শাহরুখ। একথা নিজেই জানিয়েছিলেন। মাঝে মধ্যেই আব্রামের সঙ্গে শিশুসুলভ ভাবেই খেলায় মাততে দেখা যায় কিং খানকেও। কিছুদিন আগে আব্রামের সঙ্গে পাল্লা দিয়ে নাচানাচি করার ভিডিও টুইট করেছেন শাহরুখ।

আরাধ্যার জন্মদিন পার্টিতে গিয়ে আর পাঁচটা বাচ্চার মতোই আব্রামকে নিয়ে নাগরদোলাতেও চড়েন কিং খান। বিষয়টা আব্রামও যে বেশ উপভোগ করছিল। ওই দিন সঙ্গে কাউকে না পেয়ে একাই নাগরদোলায় চড়ে বসেন অভিষেকও। আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি