ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানির সঙ্গে আরও কাজ করতে চান আরবাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘তেরা ইন্তেজার’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৪ নভেম্বর। পরিচালক রাজীব ওয়ালিয়ার নতুন এ সিনেমাতে প্রথমবার সানি লিওনের সঙ্গে অভিনয় করলেন আরবাজ খান। বলিউড ডিভা সানি লিওনের সঙ্গে কাজ করে কেমন লেগেছে- সেই অভিজ্ঞতা শেয়ার করলেন আরবাজ।

‘তেরা ইন্তেজার’ সিনেমার শ্যুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আরবাজ খান বলেন, ‘যদি আবার সানির সঙ্গে কাজ করার সুযোগ আসে, তাহলে আমি আবার ওর সঙ্গে কাজ করতে চাইব।’

এর আগে একটি সাক্ষাৎকারে আরবাজ খান জানিয়েছিলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘দাবাং থ্রি’-এর শ্যুটিং।

‘দাবাং থ্রি’তে সানি লিওনেকে কি দেখা যাবে!- এমন প্রশ্নের জবাবে আরবাজ বলেন, ‘যখন মালাইকা দাবাংয়ে অভিনয় করেন, ওর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। যখন কারিনা দাবাং টু-তে অভিনয় করেন, ওর জনপ্রিয়তাও বেড়ে যায়। যে তারকাই দাবাংয়ে অংশ নিয়েছেন, তাঁরই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। আর যদি সানির কথা বলি, তাহলে অবশ্যই বলব, ওর ক্ষেত্রেও তাই ঘটবে। আমরা সিনেমার গল্প, চরিত্র, পরিস্থিতি আগে দেখি। যদি সানি চরিত্রের সঙ্গে ফিট করে যায়, তাহলে আমরা ওর সঙ্গে অবশ্যই কাজ করব।’

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি