ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘টাইগার জিন্দা হ্যায়’র মুক্তি নিয়ে আশঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:৫৭, ২২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘পদ্মাবতী’র পর এবার সেন্সর বোর্ডের প্রক্রিয়াগত জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যাচ্ছে সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাটিও। সেন্সর বোর্ডের নতুন নিয়মে তেমনটাই আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি সেন্সর বোর্ডের পদ্ধতিগত কারণে মুক্তি পিছিয়ে গেছে ‘পদ্মাবতী’র। ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত সঞ্জয়লীলা বনশালির সিনেমা কবে দর্শকদের সামনে আসবে তা এখনও ঠিক হয়নি। একদিকে বিক্ষোভ, অন্যদিকে সঞ্জয়লীলা বনশালির পদ্মাবতী এখনও পর্যন্ত দেখেই উঠতে পারেনি সেন্সর বোর্ড। আবেদনে ত্রুটি থাকায় নির্মাতাদের কাছে সিনেমা ফেরত পাঠিয়ে দিয়েছে সেন্সর বোর্ড। তার উপর সেন্সর বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী সিনেমা মুক্তির অন্তত ৬৮ দিন আগে সার্টিফিকেশনের জন্য আবেদন করতে হবে।

তাই প্রশ্ন উঠছে এই নতুন আইনের কারণে কি পিছিয়ে যেতে পারে ‘টাইগার জিন্দা হ্যায়’র মুক্তিও!

আলি আব্বাস জাফরের এই ফিল্ম চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু ৬৮ দিনের যে নিয়ম করা হয়েছে তাতে করে ওই দিন ভাইজানের সিনেমা মুক্তি পাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে অনেক প্রযোজক এমন প্রশ্নও তুলছেন, এর আগে মাত্র এক দিনের মধ্যে কীভাবে বাবা রাম রহিমের সিনেমাকে মুক্তির ছাড়পত্র দিয়েছিল সেন্সর বোর্ড?

এখন শুধুই অপেক্ষা। দেখা যাক কবে তারিখ নিদ্ধারিত হয় ‘টাইগার জিন্দা হ্যায়’র মুক্তি’র জন্য।

 

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি