ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কারিনার ৯০ হাজার রুপির শার্টে এমন কি আছে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ২৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানের জন্ম ও বেড়ে ওঠা কাপুর খানদানে। কিন্তু বউ হয়ে এসেছেন পাতৌদির নবাব পরিবারে। সাধারণত ছিমছাম ক্যাজুয়্যাল আউটফিটেই দেখা যায় বেগমজান কারিনা কাপুর খানকে। তবে কারিনার পোশাক দেখতে যতই ক্যাজুয়াল হোক না কেন, দামটা কিন্তু মোটেও তেমন ক্যাজুয়াল না।

গত বুধবার  ‘গার্লস গ্যাং’-এর সঙ্গে আড্ডায় মেতে উঠেন এই অভিনেত্রী। পার্টিতে তাঁর গায়ে ছিল হলুদ রঙের একটি রেশমের শার্ট। তাঁর এই শার্টের দাম চমকে যাওয়ার মতো।

জানা গেছে, সম্প্রতি একটি বলিউড পার্টিতে, ইটালিয়ান ফ্যাশান ব্রান্ড গুসির একটি হলুদ রঙের প্রিন্টেড রেশম শার্ট পরতে দেখা যায় কারিনাকে। গুচির ওয়েবসাইটে তাঁর পরনের এই শার্টটির দাম দেখাচ্ছে ১,৪০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ৯০,৪২৭ টাকা।

এর আগেও অবশ্য কারিনাকে গুসি ব্রান্ডের পোশাক পরতে দেখা গেছে। একবার মুম্বই এয়ারপোর্টে হালকা আকাশি রঙের সমুদ্র সৈকতের ছবি আঁকা একটা টি-শার্ট ও হলুদ টি-শার্ট পরতে দেখা গিয়েছিল বেবোকে। এর দাম ছিলো যথাক্রমে ২৫ হাজার ও ৩৫ হাজার টাকা।

 

সূত্র: জিনিউজ ডট ইন্ডিয়া ডট কম

 

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি