ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীপিকার কপালে শাহরুখের চুমু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ২৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৩, ২৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়েই বলিউড যাত্রা শুরু করেন দীপিকা পাডুকোন। বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে প্রথম সিনেমাই দীপিকাকে সাফল্য এনে দেয়। সময়টা ছিলো ২০০৭। এরপর কেটে গেছে ১০ বছর।

সাফল্যের শিখরে পৌঁছে আজও দীপিকার চোখে সেই সারল্য রয়ে গেছে। দীপিকার সেই সারল্যে ভরা চোখের পানি মুছিয়ে দিলেন শাহরুখ। আর সেটা কোনও রুপোলি পর্দার জন্য লেখা চিত্রনাট্যের দাবি মেটাতে নয়, বাস্তবেই।

সম্প্রতি ‘লাক্স গোল্ডেন রোজ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাক্স-ডিভাদের নিয়ে বহু পুরনো কথার স্মৃতিচারণ করলেন শাহরুখ খান। ‘বাতে উইথ বাদশা’ নামক সেই অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে প্রথমেই কথা বললেন দীপিকা পাডুকোন। এই শোতেই দীপিকার উদ্দেশে তার মায়ের লেখা একটি চিঠি পড়ে শোনান কিং খান। সেই চিঠির লেখা শুনতে শুনতে আবেগপ্রবণ হয়ে পড়েন দীপিকা। তার পরে আর চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

এই শো’র ভিডিওই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখ চিঠিটি পড়ছেন, আর তাই শুনে অঝোরে কাঁদছেন দীপিকা। অবশেষে চিঠিটি পড়া হলে শাহরুখ নিজেই দীপিকার চোখ মুছিয়ে দেন এবং কপালে স্নেহচুম্বন দেন।

এ যেনো অন্য রকম অনুভুতি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

ভিডিও দেখতে ক্লিক করুন :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি