ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটরিনার ‘হট’ লুক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ২৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৬:২১, ২৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে ভাইজান সালমান খানের সঙ্গে তাঁর নতুন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। প্রাক্তন প্রেমিকের সঙ্গে পুরনো রসায়ন আবার নতুন রূপে দেখবে দর্শক। তবে, এবার অন্য একটি কারণে আলোচনার শীর্ষে পৌঁছে গেলেন ক্যাটরিনা কাইফ।

সম্প্রতি নিজের ফোটো শেয়ারিং ওয়েবসাইট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ। ছবিতে বেশ হট দেখা যায় তাকে। প্রকাশের পর এই ছবি দেখে ভক্তদের মধ্যে সাড়া পড়ে গেছে। ভক্তদের মতামত- এত হট লুকে ক্যাটরিনাকে এর আগে কখনও দেখা যায়নি।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর মুক্তি পাবে আলি আব্বাস জাফরের থ্রিলার সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’।

সিনেমাটি প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, ‘কী কাজ করছি, সেই বিষয়ে আমি সবসময়ই মনযোগ দিই। যে ধরনের সিনেমা করছি, তাতে আমি খুবই সন্তুষ্ট। নতুন নতুন লোকের সঙ্গে কাজ করে অনেক অভিজ্ঞতা হচ্ছে।’

প্রসঙ্গত, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছাড়াও তাঁকে খুব শীঘ্রই আমির খান এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ‘থ্যাংস অফ হিন্দুস্থান’ সিনেমাতে দেখা যাবে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি