ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘনিষ্ঠ দৃশ্যে নার্ভাস স্বস্তিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫৫, ২৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টালিগঞ্জে ইতিমধ্যে তার অভিনীত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ হইচই ফেলে দিয়েছে। যেখানে স্বস্তিকার চরিত্র উমা বৌদি।

স্বস্তিকাকে সবাই বৌদি বলেই সম্বোধন করছেন। এ চরিত্রে তাকে পাওয়া গেছে আবেদনময়ী হিসেবে। উমা বৌদির অন্তরঙ্গতায় যেখানে নার্ভাস হচ্ছে উনিশ-কুড়ি, তখন তিনি নিজেই নাকি নার্ভাস হয়েছিলেন প্রসেনজিতের সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে!

স্বস্তিকার কথায়, প্রথমবার প্রসেনজিতের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার সঙ্গে তার পূর্ব ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও আমি কম্পন অনুভব করেছিলাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন বিরাট তারকা, এটা ভেবেই আমার হাত পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল।

সূত্র : এনডিটিভি

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি