ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন হয়রানি : বলিউড ছুঁয়েও দেখেনি সানিকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড, হলিউড যখন যৌন হয়রানির অভিযোগে তুলকালাম ঘটছে তখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন বলছেন, বি টাউনে তাকে কখনও যৌন হয়রানির শিকার হতে হয়নি।

শুধু তাই নয়, গত পাঁচ বছরে তার কাছে বলিউড থেকে কোনো যৌন হয়রানিসূচক ইঙ্গিতও আসেনি বলে দাবি করেছেন বলিউডের আইটেম গানের শীর্ষ নায়িকা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই সেক্সি  আইকন বলেন, তাঁর স্বামী ড্যানিয়েল ডিফো তাঁকে সারাক্ষণ আগলে রাখেন। তাই বলিউডে তাকে কখনো যৌন হয়রানির মত বাজে অবস্থায় পড়তে হয়নি।

সানি এমন সময় এ কথা বললেন যখন হলিউডের রাঘব বোয়ালদের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ উঠছে। হার্ভে ওয়েইনস্টেইন স্ক্যান্ডালের ঘটনা দিয়ে যৌন হয়রানির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। এরপর একের পর এক যৌন হয়রানির ঘটনা সামনে আসতে থাকে। 

সাক্ষাৎকারে সানি বলেন, ‘স্রষ্টার কাছে ধন্যবাদ যে আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।’ তবে অনেককেই এ ধরনের পরিস্থিতিতে পড়তে দেখেছেন বলেও তিনি দাবি করেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এমজে/ এআর

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি