ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমান আর ক্যাটরিনার জিরো ডিগ্রি প্রেম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ২৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:৪৬, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সালমান খান আর ক্যাটরিনা কাইফের জুটি দর্শক বরাবরই পছন্দ করে আসছে। বলিউডের এই জনপ্রিয় জুটিকে রোমান্স করতে দেখা যাবে জিরো ডিগ্রির মধ্যে! অস্ট্রিয়ার  হিম শীতল কনকনে ঠান্ডায় এই দুই বলিউড তারকা প্রেমের গানে একে অপরের হাত ধরে পাশ্চাত্যের নাচের ঢঙে নেচেছেন।

‘দিল দিয়ান গলান’ গানে সালমান আর  ক্যাটরিনার মধ্যে রসায়ন রীতিমতো ঝড় তুলবে দর্শকের মনে এমনটাই আশা করছেন ছবির পরিচালক আলী আব্বাস জাফর। এই প্রসঙ্গে তিনি বললেন,‘অস্ট্রিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় তাঁদের এই ভালোবাসা এনে দেবে একরাশ উষ্ণতা।’

গানটি প্রসঙ্গে পরিচালক আরও বলেন, ‘একটি আবেগঘন প্রেমের গানে ছবির চরিত্র টাইগার আর জোয়াকে রোমান্স করতে দেখা যাবে। “দিল দিয়ান গলান” গানটি অস্ট্রিয়ায় জিরো ডিগ্রি তাপমাত্রার মধ্যে শুট করা হয়েছে। এই পরিবেশে শুট করা ছিল খুব কঠিন কাজ।এই গানের মধ্য দিয়ে নারী-পুরুষের ভালোবাসার একটি রূপ তুলে ধরা হয়েছে। গানটির মাধ্যমে টাইগার-জোয়ার ভালোবাসাকে জীবন্ত করে তুলেছি। এই ছবিতে টাইগার আর জোয়া দুজনই গুপ্তচর থাকেন। ছবিতে সালমান ভারতীয় গুপ্তচর।‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমানের চরিত্রের নাম টাইগার আর ক্যাটরিনাকে দেখা যাবে জোয়ার চরিত্রে। ক্যাটরিনা অভিনয় করেছেন পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায়।

তাদের দুজনের জীবনই সংঘর্ষময়। তবে তাদের কঠিন হৃদয় একমাত্র বিগলিত হয় একে অপরের জন্য।

ক্যাটরিনাকে জোয়া হয়ে উঠতে  কড়া ডায়েটের পাশাপাশি নানা শারীরিক কসরত করতে হয়েছে। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিতে ক্যাটরিনার শারীরিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।

 কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি