ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উদয়কেই বিয়ে করছেন নার্গিস ফাখরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ৩০ নভেম্বর ২০১৭ | আপডেট: ০০:১০, ১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দীর্ঘ দিনের প্রেমিক উদয় চোপড়াকেই বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরি। আগামী বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধবেন তারা।

খুব শিগগিরই দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে নার্গিস ফাখরি জানান, গত কয়েক বছর ধরে উদয় চোপড়ার সঙ্গে প্রেম করছেন তিনি। তবে মাঝে তাদের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হয়েছিল। সম্প্রতি তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তাই চূড়ান্তভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

নার্গিস ফাখরি ইতোমধ্যেই উদয় চোপড়ার মা পামেলা চোপড়ার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। তিনিও বিয়েতে সম্মত রয়েছেন।

তবে ধর্মীয় বৈষম্য কাটিয়ে তারা কীভাবে বিয়ে করবেন তা এখনও পরিস্কার করেননি।

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি