ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় সালমান-প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫২, ১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্বের ৫০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে সেই তালিকায় সবচেয়ে উপরের অবস্থানে রয়েছেন সালমান খান। দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

সালমান-প্রিয়াঙ্কা ছাড়াও ভারতীয়দের মধ্যে তালিকায় জায়গা করে নিয়েছেন আদিত্য চোপড়া, মুকেশ ও অনিল আম্বানি, করণ জোহর, একতা কাপুরসহ আরো অনেকে।

আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটি তৈরি করেছে বিশ্বের ৫০০ প্রভাবশালী ব্যক্তির এ তালিকা।

ভ্যারাইটি ম্যাগাজিনের অফিশিয়াল টুইটার পেজে জানানো হয়, ‘বলিউডের তিন খানের মধ্যে আমির ও শাহরুখের তুলনায় সালমান আলাদাভাবে কয়েক দশক ধরে রাজত্ব করছেন। চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করার পাশাপাশি বিং হিউম্যান সংগঠনের মাধ্যমে নিজের হিতৈষীভাব বজায় রেখেছেন তিনি।

অন্যদিকে, প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি ধারাবাহিক কোয়ান্টিকোতে অভিনয়ের পাশাপাশি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর বা শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে যাচ্ছেন।’

বর্তমানে টিভি ধারাবাহিক কোয়ান্টিকো ছাড়াও ‘অ্যা কিড লাইক জেক’ ও ‘ইজন্ট ইট রোমান্টিক’ নামে দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন পিগি চপস খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে মুক্তির অপেক্ষার রয়েছে সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’।

সূত্র : জুম টিভি

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি