ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানসীর ভালোবাসার পুরুষ কোহলি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মানসী চিল্লার। সদ্য ভারতের ‘মিস ওয়ার্ল্ড’ সুন্দরী তিনি।  বিশ্বমঞ্চে মুখ উজ্জ্বল করেছেন এই তরুণী। সম্প্রতি একটি অনুষ্ঠানে মানুষী জানিয়ে দিলেন তার পছন্দের ক্রিকেটারের নাম। তিনি অবশ্য আর কেউ নন, স্বয়ং ভারত অধিনায়ক বিরাট কোহলি।

অনুষ্ঠানে মানসী জানান, ‘আমি বিরাটকে ভালবাসি। ওর কৃতিত্ব সত্যি গর্ব করার মতো।’
সেই অনুষ্ঠানেই মানসী তার স্বপ্নের পুরুষ বিরাট কোহলির সাক্ষাৎ পান। কোহলির সঙ্গে সাক্ষাতের পরে তাকে রীতিমতো আপ্লুত দেখায়। তারকা ক্রিকেটারকে সামনে পেয়ে বিরাটকে প্রশ্নও করে ফেলেন মানসী। 

তিনি বলেন, ‘আপনি বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। আপনি ভবিষ্যৎ ক্রিকেটারদের কীভাবে অনুপ্রাণিত করতে চান?’
জবাব দেওয়ার সমেয় নিজের ব্যাটিংয়ের মতোই দক্ষতা দেখান ভারতের জাতীয় দলের অধিনায়ক।
তিনি বলেন, ‘কোনও কিছু করার সময়ে এটা উপলব্ধি করাটা ভীষণ জরুরি যে, কীভাবে আমি মাঠে নিজেকে প্রকাশ করব। এই প্রকাশ করার ভঙ্গীতে কোনও রকম কৃত্রিমতা থাকা উচিত নয়। এটা সরাসরি হৃদয় থেকে আসা উচিত। না হলে সমর্থকরা এই ভণ্ডামি ধরে ফেলবে এবং কখনই তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপিত হবে না।’
পাশাপাশি বিরাট আরও বলেন যে, ‘আমি কখনই অন্যের মতো হওয়ার চেষ্টা করিনি। সবসময়েই নিজস্বতা গড়ে তুলতে চেয়েছি। আমি আগেও অনেকবার বলেছি, আগেকার আগ্রাসী মনোভাব আমার আর নেই। অন্যের কথায় নয়, নিজে যখন উপলব্ধি করেছি, তখনই পরিবর্তন করেছি।’
সূত্র : এনডিটিভি

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি