ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোটা বললে কষ্ট পান না বিদ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৪৩, ৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিদ্যা বালনের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে ‘তুমহারি সুলু’। বক্সঅফিসে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও সিনেমাটিতে প্রশংসিত হয়েছে বিদ্যার অভিনয়। সম্প্রতি বিয়ে, ব্যক্তিজীবন ও সিনে-ক্যারিয়ার নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুললেন এই অভিনেত্রী।

ক্যারিয়ারের উঠতি সময়ে বিয়ে এবং ফিটনেস হারিয়ে মুটিয়ে যাওয়া নিয়ে সম্প্রতি বিদ্যা বলেন, ‘ভারতে এখনও অভিনেত্রীদের ফিল্ম কারিয়ারের জন্য বিয়ে এবং সংসার একটি বড় বাধা। আমার ফিল্ম ক্যারিয়ার যখন তুঙ্গে সে সময় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তখন অনেকেই বলেছিলেন এবারে আমার ক্যারিয়ার শেষ হতে চলেছে। সত্যি হলো, আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। তবে হ্যাঁ, এটা ঠিক যে বিয়ের পর আমার কোন সিনেমা আগের মতো ব্যবসা সফল হয়নি।’

বিয়ের পর হঠাৎ করেই মুটিয়ে যাওয়া নিয়ে বিদ্যা বলেন, ‘আমাদের দর্শকদের মন-মানসিকতা এখনও আগের মতোই রয়েছে। বিয়ের পর তারা অভিনেত্রীদের নায়িকা হিসেবে দেখতে পছন্দ করেন না। আর আমাকে কেউ ‘মোটা’ বললে কষ্ট পাই না। তবে আমি মনে করি কারও শারীরিক অবস্থা নিয়ে তাকে হেয় করা ঠিক নয়।’

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি