ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘দঙ্গল কন্যা’ ফাতিমা-সানিয়ার হট ড্যান্স ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৪৯, ৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘দঙ্গল’ সিনেমার দৌলতে ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা এখন পরিচিত মুখ। আমিরের এই দঙ্গল কন্যা বলিউডে বেশ জনপ্রিয়। দঙ্গল-এ গীতা ফোগাট ও ববিতা কুমারীর চরিত্রে দেখা গিয়েছিলো তাদের।

তবে শুধু সিনেমাতেই নয়। ব্যক্তিগত জীবনেও তাঁদের বন্ধুত্ব বেশ মজবুত। মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায় ফাতিমা ও সানিয়াকে।

সাম্প্রতি, এই দুই দঙ্গল কন্যাকে দেখা গেল ড্যান্স স্টুডিওতে। জোর কদমে নাচের প্রশিক্ষণ চালাচ্ছিলেন তাঁরা। এমনকি নিজেদের নাচের প্রশিক্ষণের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করতে সোশ্যাল সাইটে প্রকাশ করেছেন সানিয়া। যা নিমেষেই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই যার ভিউ হয়েছে ১.৫ মিলিয়নের অধিক।

সম্প্রতি আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ ফিল্মে কোরিওগ্রাফার হিসাবে ডেবিউ করেছেন সানিয়া মালহোত্রা। অন্যদিকে ফাতিমা এখন ব্যস্ত তাঁর আপকামিং ফিল্ম ‘থ্যাংস অব হিন্দুস্তান’ নিয়ে।

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি