ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমান-ক্যাটরিনার নতুন রোমান্স (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:২৩, ৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’র প্রথম গান ‘সোয়্যাগ সে সওগাত’। গানটি প্রকাশ পাওয়ার পরই তা রেকর্ড সৃষ্টি করে। নতুন খবর হচ্ছে পূর্বঘোষণা অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটির দ্বিতীয় গান ‘দিল দিয়া গাল্লান’। আর এ গানটির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় রোমান্স করতে দেখা যাচ্ছে সালমান-ক্যাটরিনা জুটিকে।

প্রকাশের পর ভক্তরা গানটিকে সুপার রোমান্টিক হিসেবে আখ্যা দিয়েছেন।

‘দিল দিয়া গাল্লান’-এর মুক্তির অনুষ্ঠানে গানটি সম্পর্কে ক্যাটরিনা বলেন, ‘গানটি আমার হৃদয়ের খুব কাছের। আমি খুশি যে এই গানে আমি সালমানের সঙ্গে অভিনয় করতে পেরেছি।’

গানটি নিয়ে পরিচালক আলি আব্বাস জাফর বলেন, ‘গানটি রোমান্টিক ধাঁচের, যা একটি পরিণত ভালোবাসার গল্পকে তুলে ধরেছে। আমরা দিল দিয়া গাল্লানকে একটু পুরোনো দিনের গানগুলোর মতো করে ধারণ করার চেষ্টা করেছি, যাতে দুজন পরিণত মানুষের ভালোবাসাটা ফুটে ওঠে। এটা অনেকটা যশ চোপড়ার ক্ল্যাসিক গানগুলোর মতন।’

গানটি যৌথভাবে সম্পাদনা করেছেন বিশাল-শেখর এবং গেয়েছেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম। গানটির কোরিওগ্রাফি করেছেন বৈভবি মার্চেন্ট।

সূত্র : জুম টিভি

 

নতুন গানের ভিডিওটি দেখতে ক্লিক করুন :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি