ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও বিতর্কে রাখি সাওয়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আবারও বিতর্কের কেন্দ্রে রাখি সাওয়ান্ত। তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি থেকেই বিতর্কের শুরু হয়। ওই ছবিতে তাঁর হাতে ছিলো কন্ডোম। শুধু ছবি নয়, কন্ডোম সহ দুটি ভিডিও-ও পোস্ট করেছেন তিনি। ভক্ত সমালোচকরা মনে করছেন লাইমলাইটে থাকতেই এটি করেছেন রাখি।

তবে জানা গেছে, বিপাশা বসুর পর এবার রাখিও কন্ডোমের বিজ্ঞাপন করতে যাচ্ছেন। বিশ্ব এইডস ডে উপলক্ষে রাখি ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, এই বিজ্ঞাপনটির শুটিং করছেন তিনি। তিনটি কন্ডোমের প্যাকেট হাতে ধরে কন্ডোমের ফ্লেভার নিয়েও বিভিন্ন তথ্য দেন অভিনেত্রী।

পাঁচ মাস আগে ইনস্টাগ্রামে অংশ নিয়েছেন রাখি। হ্যাক করার অভিযোগে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন তিনি। বলিউডের সিনেমাতে ইদানীং তাঁকে দেখা না গেলেও, বিভিন্ন বিতর্কে বার বার শিরোনামে উঠে আসছেন এই হট তারকা।

রাখি জানিয়েছেন, কন্ডোমের বিজ্ঞাপনের পর তাঁর ইচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের দশটি শহরে নাচের স্কুল খোলার।

সূত্র : ইন্ডিয়া ডট কম

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি