ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রণবীর-দীপিকার চুমুর ভিডিও ভাইরাল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৪০, ৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘পদ্মাবতী’ সিনেমার রানি পদ্মিনি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অপরদিকে আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে রণবীর সিং ও শহিদ কাপুরকে। সিনেমাটির মুক্তি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। এমনকি মুক্তির দিনক্ষণ ঠিক করেও শেষ পর্যন্ত তা পেছাতে বাধ্য হয়েছেন পরিচালক সঞ্জয়লীলা বানশালি।

নতুন খবর হচ্ছে, সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে রণবীর-দীপিকার একটি ভিডিও। পরিচালক জয়া আখতারের মুম্বাইয়ের বাড়িতে তারা অনেকটা সময় কাটিয়েছেন। এ বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তের একটি ভিডিও দীপিকা তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, বাড়ি থেকে একসঙ্গে বের হচ্ছেন দীপিকা-রণবীর। দীপিকা বের হয়ে সোজা গাড়িতে উঠেন। রণবীর গাড়ি পর্যন্ত দীপিকাকে এগিয়ে দেন। এ সময় রণবীর তার প্রিয় মানুষকে ‘গুড বাই কিস’ দেন।

জানা যায়, জয়া আখতারের পরের সিনেমা ‘গুল্লি বয়’। এ সিনেমায় নাকি আলিয়া ভাটের বিপরীতে দেখা যাবে রণবীরকে। সিনেমাটির বিষয়ে আলোচনা করতেই পরিচালকের বাড়িতে গিয়েছিলেন নায়ক। আর তার সঙ্গে ছিলেন দীপিকাও।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

ভিডিওটি দেখতে ক্লিক করুন :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি