ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রীকে নিয়ে মন্দিরে জহির খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কিছুদিন হলো বিয়ে হয়েছে। এর মধ্যে স্ত্রীকে নিয়ে মহালক্ষ্মী মন্দিরে পূজা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জহির খান। গত ২৩ নভেম্বর সাগরিকা ঘাটগের সঙ্গে রেজিস্ট্রি বিবাহ করেন তিনি। বিয়ের অনুষ্ঠানে ছিলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, হরভজন সিং, আশিস নেহরার মতো তারকারা।

মহারাষ্ট্রের কোলাপুরের মেয়ে সাগরিকা ঘাটগে। স্ত্রীকে নিয়ে কোলাপুরের মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন জাহির খান। পরনে ছিল কুর্তা-পাজামা। লাল শাড়ী পরে মিষ্টি লাগছিল নববিবাহিত সাগরিকাকে।

‘চক দে ইন্ডিয়া’ সিনেমাতে বলিউডে অভিষেক করেছিলেন সাগরিকা। অপরদিকে ভারতীয় দলে একসময় একনম্বর স্ট্রাইক বোলার ছিলেন জাহির খান। দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে সম্পর্ক ছিল। সেই সম্পর্কের শুভ পরিণয় হয়েছে দুজনের।

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি