ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্ষসেরা গানের শিরোপা ‘সাহোরে বাহুবলী’র (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:২৯, ৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মুক্তির পর সিনেমা হিট। সেই সঙ্গে গানগুলোও বেশ পছন্দ করেছে দর্শক। আর তা আরও একবার প্রমাণ হয়েছে।

বিশ্বজুড়ে ব্যবসা সফল হওয়ার পর এবার সেরা গানের শিরোপা ‘বাহুবলী কনক্লুশন’-এর ঘরে। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরে ভারতীয়দের সবচেয়ে পছন্দের গান ছিলো ‘সাহোরে বাহুবলী’।

সম্প্রতি ২০১৭ সালের সব চেয়ে জনপ্রিয় বই, অ্যাপস, গেমস, সিনেমা, টিভি শো, আর গানের তালিকা প্রকাশ করেছে গুগল। আর সেই তালিকা অনুযায়ী বলিউডের সেরা গানগুলোকে পেছনে ফেলে সেরাদের সেরা হয়েছে ‘সাহোরে বাহুবলী’। এই মুহূর্তে ইউটিউবে এই গানের ভিউয়ার প্রায় ৮ কোটি ৩৮ লক্ষ ছাড়িয়েছে।

‘বাহুবলী কনক্লুশন’-এর টাইটেল ট্র্যাক নিয়ে গানপোকাদের এমন উচ্ছ্বাস আর উদ্দীপনা দেখে সিনেমার প্রযোজক থেকে কলাকুশলী সকলেই ধন্যবাদ জানিয়েছেন শ্রোতাদের। গানটি গেয়েছেন দালের মেহেন্দি, সিনেমার সুরকার এম এম কীরাবানি এবং মৌবানি।

যদিও গুগলের সেরা সিনেমার তালিকায় নেই ‘বাহুবলী কনক্লুশন’। সেরা সিনেমা হিসেবে ঠাঁই পেয়েছে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমাটি। তবে সেরা গেম হিসেবে গুগলের তালিকায় জায়গা করে নিয়েছে ‘বাহুবলী : দ্য গেম’। আর সেরা বই কর্ণ জোহরের ‘অ্যান আনস্যুটেবল বয়’।

সূত্র : আনন্দবাজার

 

সাহোরে বাহুবলী’ গানটির ভিডিও দেখতে ক্লিক করুন :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি