ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাধুরী-বরুণের নাচ ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৫, ৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:১৭, ৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মাধুরী দীক্ষিতের নাচের দোলায় নব্বই দশকে দুলেছে গোটা বলিউড। এবার নাচ দিয়ে ঝড় তুলেছেন বলিউডের দুই প্রজন্মের অভিনয় শিল্পী মাধুরী ও বরুণ ধাওয়ান। সেই ভিডিও এখন ভাইরাল। মাধুরী এখন আর সিনেমায় অভিনয় করেন না। কিন্তু তাকে পাওয়া যায় বিভিন্ন রিয়্যালিটি শোতে।

অন্যদিকে, স্টুডেন্ট অব দ্য এয়ার ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বরুণের। এরপর ‘ম্যায় তেরা হিরো’ দিয়ে আলোচনায় আসেন।

নতুন খবর হচ্ছে, দুই প্রজন্মদের এই দুই তারকা সম্প্রতি একসঙ্গে নাচলেন। তবে কোনো সিনেমায় নয়, একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে। তারা যে গানে নেচেছেন সেই গানটি ছিল মাধুরী অভিনীত ছবির একটি গান ‘ঠাম্মা ঠাম্মা লগে’।

জানা গেছে, এই গানটি রিমেক ব্যবহার করা হয়েছিল আলিয়া-বরুণের ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতে।

আলিয়া-বরুণকে সেই নাচের কিছু টিপসও দিয়েছিলেন মাধুরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তখন একটি ভিডিও। এবার ভাইরাল মাধুরীর সঙ্গে বরুণ ধাওয়ানের নাচের ভিডিওটি। টুইটারে মাধুরীর এক ফ্যান শেয়ার করেছেন তাদের নাচের সেই ভিডিও। তারপর থেকেই ভিডিওটিতে মজেছেন বলিউড প্রেমীরা।  

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি