ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের সামনে কাঁদলেন ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘এক থা টাইগার’-এর বেশ কয়েক বছর পর এবার মুক্তি পাচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সালমান খান, ক্যাটরিনা কাইফের ওই সিনেমা। পরিচালক আলি আব্বাস জাফরের ওই সিনেমা নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সিনেমার প্রমোশনে হাজির হয়ে কেঁদে দিলেন ক্যাটরিনা।

টাইগার জিন্দা হ্যায়-এর প্রমোশনে একটি রিয়েলিটি শো-এ হাজির হয়েছিলেন সালমান খান এবং তাঁর প্রাক্তন বান্ধবী। সেখানেই এক প্রতিযোগীর পারফরমেন্স দেখে আপ্লুত হয়ে যান ক্যাটরিনা। ‘তেরে নাম এর’র একটি গানে ওই প্রতিযোগী যখন নাচতে শুরু করেন, তখনই জল গড়াতে শুরু করে ক্যাটরিনার চোখ থেকে। আর তা দেখে মঞ্চে নামেন সালমান খান।

‘সুলতান’-এর ‘জাগ ঘুমিয়া’ গানে পা মেলান সালমান। আর ‘ভাইজান’-এর সেই অন্যরকম স্টেপ দেখে হেসে দেন তাঁর প্রাক্তন প্রেমিকা। ক্যাটের সেই হাসি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সালমান।

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি