ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫০ লাখ ছাড়িয়েছে সুস্মিতার গানের ভিউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৩১, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সংগীতশিল্পী সুস্মিতা আনিসের মিউজিক ভিডিও ৫০ লাখেরও বেশি ভিউ ছাড়িয়েছে। ‘কেউ জানুক আর নাই জানুক’ শিরোনামের রোমান্টিক ধাঁচের এ গানটি ২৬ ফেব্রুয়ারি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে সাজানো মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন লাক্সতারকা মেহজাবিন এবং অভিনেতা অপূর্ব।

শিল্পী সুস্মিতা আনিস বলেন, ‘শ্রোতাদের জন্য গান। তারা গান ও এর মিউজিক ভিডিও উপভোগ করেছেন। এটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অত্যন্ত মর্যাদার।’

তার গানের প্রতি শ্রোতাদের ভালোবাসা সামনের দিনেও একই ভাবে আশা করেন বলে জানান এ শিল্পী।  

নির্মাতা তানিম রহমান অংশু জানিয়েছেন, তরুণ শিক্ষকের প্রেমে পড়া স্নাতকের এক ছাত্রীর অব্যক্ত অনুভূতি-ভালোবাসা দিয়ে মিউজিক ভিডিওটির গল্প সাজানো হয়েছে।

তিনি বলেন, ‘এটা আমার জন্য অত্যন্ত আনন্দের খবর। ৫০ লাখ মানুষ মিউজিক ভিডিওটি উপভোগ করেছেন। এটা আমার জন্য খুবই ভালোলাগার।’

গানে সুস্মিতার সহশিল্পী ছিলেন মোহাম্মদ শোয়েব। সংগীত পরিচালক অদিত রহমান।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি