ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উপস্থাপিকা সোনম কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:১০, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সিনেমায় একটু একটু করে এগিয়ে যাচ্ছেন সোনম কাপুর। এবার অন্য এক মাধ্যমে স্বপ্ন পূরণ হচ্ছে তার। আর তা হচ্ছে আগামী দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থাপিকার দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

সোনম এই সুযোগকে ক্যারিয়ারের জন্য দারুণ আনন্দের বলে মানছেন। তিনি আরও আনন্দিত হয়েছেন চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার সঙ্গী হবেন দুইবার অস্কারজয়ী ব্রিটিশ তারকা ক্যাট ব্ল্যানচেট।

ছোট বেলা থেকেই এই ক্যাট ব্ল্যানচেটকেই মনে মনে আদর্শ মেনে এসেছেন সোনম। ব্ল্যানচেটের ফ্যাশন, সিনেমা সবই ছিলো সোনমের অনুকরণের বিষয়বস্তু। এবার তার সঙ্গেই মঞ্চ ভাগাভাগির আনন্দে উচ্ছ্বসিত সোনম।

সোনম বলেছেন, ‌‘আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো কেটের সাথে একসঙ্গে কাজ করার। সে সুযোগ না মিললেও একসাথে উপস্থাপনা করাটাও কম উপভোগ্য হবে না বলে আশা করছি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি