ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ডিজিটাল ওয়ার্ল্ড’ মাতাবেন আইয়ুব বাচ্চু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৩৬, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭`তে দর্শনার্থীদের সুরের ঝর্ণা ধারায় মাতাবেন আসছেন আইয়ুব বাচ্চু। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) উন্মুক্ত মঞ্চে আইয়ুব বাচ্চু একাধিক সঙ্গীত পরিবেশন করবেন বলে জানিয়ছেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।

আইয়ু্ব বাচ্চুর ব্যান্ড দল ‘এলআরবি’র পাশাপাশি উদীয়মান সঙ্গীত শিল্পী পুলক, গান বাংলার ঐশিও সঙ্গীত পরিবেশন করবেন। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডে কনসার্টটি দর্শনার্থীদের বাড়তি বিনোদন যোগাবে। সরকারি-বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তির প্রসারের উদ্ভাবনীমূলক বিষয়বস্তু নিয়ে চলা ডিজিটাল ওয়ার্ল্ড শেষ হবে আগামীকাল শনিবার।

দর্শনার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রত্যক্ষ করতে পারছেন আইসিটির নানা উদ্ভাবন।

 

টিআর/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি