ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অক্ষয়ের কসরত ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বয়স কম হয়নি। তবে শারীরিক কসরত ঠিকই চালিয়ে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার।

সমুদ্রতট, বালির উপর রাখা একটা কাঠের চেয়ার। কিছুটা দূর থেকে সাদা জামা ও ধুতি পরে দৌঁড়ে এলেন অক্ষয়। দৌঁড়ে এসেই চেয়ারের উপর পা রেখে ডিগবাজি দিলেন ফিটনেস সচেতন এই অভিনেতা। প্রথমটা দেখলে যেকেউ ঘাবড়ে যাবেন। একটু এদিক ওদিক হলেই যে বিপদ ঘটত। তবে না, তেমনটা হওয়ার কোনও সম্ভবনাই নেই, কারণ তিনি যে অক্ষয় কুমার।

আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের আপকামিং ফিল্ম ‘গোল্ড’। একসঙ্গে অনেকগুলি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন আক্কি। একদিকে ‘গোল্ড’, অন্যদিকে ‘প্যাডম্যান’ ও ‘২.০’,। ‘গোল্ড`-এর শুটিং শেষ করে এই কসরত দেখালেন তিনি। তিনি যে এখনও তার ফিটনেস ধরে রেখেছেন তা জানানদিতে একটি ভিডিও শেয়ার করলেন সবার উদ্দেশ্যে। আর তা শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় মুহুর্তে।

প্রসঙ্গত, ‘গোল্ড’-এ হকি খেলোয়াড় বলবীর সিং দোসাঞ্জ- এর চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৮-এ লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকে দেশের হয়ে প্রথম সোনাজয়ী হন হকি খেলোয়াড় বলবীর সিং। আর এই সিনেমাতে অক্ষয়ের বিপরীতে বলিউডে ডেবিউ করছেন অভিনেত্রী মৌনি রায়।

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি