ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের ভগ্নিপতি বলিউডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ১৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অবশেষে সালমানের হাত ধরেই বলিউডে পা রাখতে যাচ্ছেন ভগ্নিপতি আয়ুষ শর্ম। সালমানের প্রোযোজনা সংস্থার আপকামিং ফিল্ম ‘লাভরাত্রি’তে দেখা যাবে অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মাকে। এই সিনেমার পরিচালকের ভূমিকায় অভিরাজ মিনাওয়ালা। এর আগে ‘সুলতান’, ‘যবতক হ্যায় জান’, ‘ব্যান্ড বাজা বারাত’, ‘রকেট সিং’, ‘ফ্যান’-সহ একাধিক সিনেমার সহকারি পরিচালকের ভূমিকায় ছিলেন অভিরাজ। আয়ুষ শর্মার বলিউডে পা রাখার কথা বৃহস্পতিবার নিজেই টুইট করে জানান সালমান। এজন্য তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেননি আয়ুষও।

এদিকে ‘লাভরাত্রি’ ফিল্মে আয়ুষের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা অবশ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, খুব সম্ভবত মৌনি রায়কে আয়ুষের বিপরীতে দেখা যাবে। যিনি কিনা ইতিমধ্যে অক্ষয়ের ‘গোল্ড’-এর হাত ধরে বলিউডে পা রাখছেন।

যদিও প্রথমে শোনা যাচ্ছিল আয়ুষ নাকি ক্যাটরিনার বিপরীতে করণ জোহরের প্রযোজনা সংস্থার ‘রাত বাকি’ ফিল্মের মাধ্যমে বলিউডে আসছেন। তবে বলিউডের একাংশ অবশ্য সালমানের হাত ধরেই আয়ুষের বলিউডে আসা নিয়ে নিশ্চিত ছিলেন। কারণ আয়ুষের বলিউডে আসার বিষয় গত অক্টোবর মাসেই নিশ্চিত করেছিলেন সালমান।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি