ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কাকে স্ত্রী হিসেবে পাচ্ছেন শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া জুটির কথা মনে আছে নিশ্চই! তাদের প্রেম নিয়ে কম গুঞ্জন হয়নি। তবে এবার আর প্রেম নয়। রিয়েল লাইফে না হলেও রিল লাইফে শাহরুখের স্ত্রী হচ্ছেন প্রিয়াঙ্কা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখ হাজির হচ্ছেন একজন মহাকাশচারীর ভূমিকায়। ভারতীয় মহাকাশ নায়ক বলে খ্যাত রাকেশ শর্মার জীবন নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। সেই সিনেমাতেই শাহরুখের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। রাকেশের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা।

শাহরুখ খান ‘‌‌‌ডন’ দিয়ে ভক্তদের মন জয় করেছিলেন। সে সিনেমাতে কিং খানের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা। দুজনের জুটিকে বেশ লুফে নিয়েছিল বলিউডের দর্শকরা।

এর আগে শোনা যায় মহাকাশচারী রাকেশের ভূমিকায় সিনেমাটিতে অভিনয় করবেন আমির খান। কিন্তু শিডিউল না থাকায় তিনি কাজটি করতে অসম্মতি জানান।

এরপর সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাহরুখকেই নিশ্চিত করেছে। সিনেমার পরিচালক মহেশ মাথাইয়ের সূত্রেই এ কথা জানা গেছে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি