ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

‘কিডস ক্যাম্পাস’ নিয়ে জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৮:৫৯, ৩১ ডিসেম্বর ২০১৭

জয়া অহসান অভিনয় দিয়ে আলো ছড়াচ্ছেন দুই বাংলায়। সম্প্রতি তিনি একটি অ্যাওয়ার্ডও পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি জয়া কাজ করতে চান শিশুদের জন্যও। তাই এবার ‘কিডস ক্যাম্পাস’ নামের একটি প্রি স্কুল ও থিম পার্কের সঙ্গে শুক্রবার তিনি যুক্ত হলেন। তবে সেটি ঢাকায় নয়, সিলেটে অবস্থিত। তিনি সেখানে এ স্কুলটির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমি অভিনয় জীবন শুরু করার আগে একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক হিসেবে আমার কর্মজীবন শুরু করেছিলাম। তাছাড়া আমার মা রেহানা মাসউদ-ও ঢাকায় একটি প্রথম সারির স্কুলের শিক্ষক হিসেবে কাজ করেছেন। সেই তাড়না থেকেই শিশুদের জন্য সিলেটের কাজীটুলায় ‘কিডস ক্যাম্পাস’-এর সঙ্গে নিজেকে যুক্ত করেছি। এখানে ডে কেয়ার থেকে স্ট্যান্ডার্ড ওয়ান পর্যন্ত প্রাথমিকভাবে ভর্তি করা হচ্ছে। ইন্টারন্যাশনাল প্রি স্কুল কারিকুলাম অনুযায়ী এ স্কুলটি পরিচালিত হবে। তবে শুধু স্কুলই নয়, স্কুলের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য থাকছে একটি থিম পার্ক।’

তিনি আরও বলেন, ‘আমি মূলত পড়াশোনার পাশাপাশি শিশুদের জোৎস্ন্যা দেখা, বৃষ্টিতে ভেজা, খালি পায়ে মাটিরবোধ আস্বাদন করা, সর্বোপরি শিশুরা কিভাবে বিশ্ব দরবারে নিজের ভাষাকে, নিজের দেশকে তুলে ধরতে পারবে-সে বিষয়গুলোতেই জোর দেবো।’

শিশুদের জন্য ভবিষ্যতে আরো অনেক কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জয়া আহসান বলেন, ‘আগামী শুক্রবার শিশুদের নিয়ে আমার নতুন চলচ্চিত্র ‘পুত্র’ মুক্তি পাবে। সরকারি অনুদান প্রাপ্ত এ চলচ্চিত্রটি সবাইকে দেখার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন।’

 

এসি/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি