ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আনুষ্কার রিস্ক গেমের নয়া সংযোজন ‘পরী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:১০, ৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হাতে শিকল বাঁধা, খোলা চুল, খাটে হেলান দিয়ে বসে আছেন তিনি। চোখ টিভিতে। ঠিক এ ভাবেই আনুষ্কা শর্মাকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন? কী হল এই নায়িকার?

আসলে সদ্য মুক্তি পেল ‘পরী’র নতুন টিজার। আর সেখানেই এই নয়া অবতারে দেখা গিয়েছে আনুষ্কাকে। সুপারন্যাচরাল বিষয় নিয়ে ছবি তার ইঙ্গিতও রয়েছে টিজারে। কারণ হঠাৎ আনুষ্কার পায়ের নখ স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যেতে থাকে!

ক্যারিয়ারের প্রথম থেকেই ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন আনুষ্কা শর্মা। চরিত্র নির্বাচনে তো বটেই। আনুষ্কার প্রযোজিত ছবি দেখলেই সেই ঝুঁকির আন্দাজ পাবেন দর্শকরা। আনুষ্কার এই রিস্ক গেমের নয়া সংযোজন হচ্ছে ‘পরী’।

‘পরী’র নতুন টিজার দেখে বিলিউডের একটা বড় অংশের মত, চলতি বছরের সেরা বাজি হতে চলেছে এই ছবি। পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋতাভরীর অভিনয় সমৃদ্ধ করবে এই ছবিকে। সব কিছু ঠিক ঠাক থাকলে ‘পরী’ মুক্তি পাবে আগামী ২ মার্চ। এখন সে দিকেই তাকিয়ে সিনেমা প্রেমী দর্শকরা।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি