ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

ফেসবুকে ফাঁস হলো ‘প্যাডম্যান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

বাহুবলী, পদ্মাবত এরপর প্যাডম্যান। মুক্তির পরেই ফেসবুকে ফাঁস হলো অক্ষয় অভিনীত সিনেমাটি। ফাঁসের পরে মুহূর্তে তা ভাইরাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে নির্মাতার পক্ষ থেকে সাইবার সেলেও দায়ের করা হয়েছে অভিযোগ। এর আগে পদ্মাবতের লাইভ স্ট্রিমিং হয়েছিল ফেসবুকে।

মুক্তির পরেই প্যাডম্যান সিনেমাটি যথেষ্ট প্রশংসিত হয়েছে সামলোচক মহলে। প্রথম দিনেই উপার্জন করে ১০.২৬ কোটি টাকা। তবে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি ফাঁস হয়ে যাওয়ায় সেই উপার্জনে বেশ কিছুটা প্রভাব পড়েছে।

এর আগে ইমরান হাসমির সিনেমা রাজ রিবুট মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়। ইমরান ভক্তদের ট্যুইট করে সিনেমাটি হলে দেখার অনুরোধ করেছিলেন। যদিও সিনেমার পরিচালক বিক্রম ভাট ফাঁস হওয়ার ঘটনা অস্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে সিনেমার নকল ফাইলটি তিনি নিজেই প্রকাশ করেছিলেন।

একেইভাবে ‘উড়তা পাঞ্জাব’, ‘সুলতান’, ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’, ‘কওয়ালি’, ‘বাহুবলী’র মতো অসংখ্য সিনেমা ফাঁস হয়ে যায়।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি