ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

শ্রীদেবীর মৃত্যুতে মোদীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটে মোদী লিখেছেন, ‘শ্রীদেবীর অকাল প্রয়াণ একটা বড় ক্ষতি। তিনি চলচ্চিত্র ইতিহাসে কিংবদন্তি ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে বহু চরিত্রে অভিনয়ই স্মরণীয় হয়ে থাকবে। শ্রীদেবীর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

শ্রীদেবী আকষ্মিক মৃত্যুতে মর্মাহত বলিউড থেকে শুরু করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিও। দুবাইতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শনিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি