ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

অসহায় সানির অন্ধকার জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ২ এপ্রিল ২০১৮

সানি লিওন। তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। নাম শুনলেই চেহারা ভেসে আসে সবার সামনে। কারণ তিনি সবার চেয়ে আলাদা। অন্ধকার ও নোংরা জীবন থেকে ফিরে আলোর সন্ধান করছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অনেক অজানা কথা বলেন সানি। জানান, তিক্ত অভিজ্ঞতার কথা। সানি বলেন, ভারতে আসার আগে আমি মানুষের প্রকৃত ঘৃণার মুখোমুখি হয়েছিলাম। যখন আমার বয়স ২১। ভারতে আসার সিদ্ধান্ত নেওয়ার পর নানা কথার মুখে পড়তে হয়েছিল আমাকে- এমন ভুল ধারণা অনেকের আছে। তবে বিষয়টি এমন নয়। আমি ঘৃণামূলক নানা ই-মেইল ও সমালোচনার মুখোমুখি হই যখন আমার বয়স ২১। আর ওখানে আমার কিছু করারও ছিল না, কেননা ওই দেশে খোলামেলা সমাজব্যবস্থা। সে সময়ই আমি প্রথম প্রকৃত ঘৃণার মুখোমুখি হই।

এদিকে সানি লিওনের জীবনীভিত্তিক একটি সিরিজ আসছে খুব শিগগিরই। এটির নাম দেওয়া হয়েছে ‘কারেণজিৎ কাউর : দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’। কারেণজিৎ কাউর নামে কানাডার একটি মধ্যবিত্ত শিখ পরিবারের মেয়ের প্রাপ্তবয়স্কদের সিনেমাতে অভিনয় ও পরবর্তীতে ভারতে এসে সুপারস্টার হওয়ার কাহিনি বর্ণনা করা হয়েছে এতে।

তাঁর পরিবার কিভাবে সেই ঘৃণাদায়ক পরিস্থিতি মোকাবিলা করেছিল সে প্রসঙ্গে সানি বলেন, অন্য অনেক পরিবারের মতো আমার পরিবারের সমস্যা ছিল। আমাদের জীবনই তো ভালোবাসা, ঘৃণা আর আবেগগত নানা বিষয় ও এ দ্বারা সৃষ্ট নানা সমস্যাকে ঘিরে। আমাদের বাবা-মা আমার ভাই ও আমাকে সব ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন সব সময়। কিন্তু আপনি যখন দেখলেন মানুষ আপনার সম্পর্কে খুব বাজে কথা বলা শুরু করেছে, তখন আপনি কী করবেন? আমিও ভেঙে পড়েছিলাম মানসিকভাবে।

সানি আরও বলেন, যে ঘৃণা আমি সয়েছি তা যেন আমার সন্তানদের সইতে না হয়। আমি চাই আমার সন্তানরা তেমন মানুষ হোক, যারা কখনো কাউকে শারীরিক ও মানসিকভাবে হেয় করবে না। আমি চাই, আমার সন্তানরা কখনো কারো সঙ্গে প্রতারণামূলক আচরণ করবে না।

সূত্র : আইএএনএস          


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি