দেশে আসছেন মাইম আইকন হুদা
প্রকাশিত : ১০:৫৪, ৪ এপ্রিল ২০১৮
 
				
					প্রখ্যাত আন্তর্জাতিক মাইম আইকন কাজী মশহুরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিবলে আমন্ত্রিত হয়ে বাংলাদেশে আসছেন। আগামী ৮, ৯ ও ১০ এপ্রিল-২০১৮ তিন দিনব্যাপী এই মাইম উৎসবে যোগদিবেন তিনি।
আয়োজক সূত্রে জানা গেছে, তিনি আমেরিকান নিও মাইম থিয়েটারের পক্ষে মূকাভিনয় প্রদর্শন করবেন। ইন্টারন্যাশনাল মাইম এম্বাসেডর অব বাংলাদেশ হিসাবে পরিচিত মশহুরুল হুদা মাইম কর্মশালা পরিচালনা করবেন এবং মাইম থেরাপির উদ্ভাবক হিসাবে মাইম সেমিনারে অংশগ্রহণ করবেন।
দ্বিতীয় ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিবলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন।
উল্লেখ্য, কাজী মশহুরুল হুদা স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা মূকাভিনয় চর্চ্চায় যাত্রা শুরু করেছিলেন তাদের মধ্যে অন্যতম। কাজী হুদাকে ১৫তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন কতৃক মূকাভিনয়ের উপর অনাররী ডক্টরেট উপাধী প্রদান করা হয়। মাইম আইকন হুদা ইয়োগা ও বডি এল্যাইনমেন্ট টেকনিক চালু করে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন।
মূকাভিনেতা কাজী মশহুরুল হুদা লিটল বাংলাদেশ প্রেস ক্লাব অব লস এঞ্জেলেসের সভাপতি।
এসএ/
 
				        
				    






























































