সুইজারল্যান্ডেই রণবীর-দীপিকার বিয়ে!
প্রকাশিত : ১০:১৩, ৯ এপ্রিল ২০১৮
সুইজারল্যান্ডের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়েছেন রণবীর সিং। সেদেশের পর্যটন বিভাগের কর্মকর্তারা তাকে প্রস্তাব দিয়েছেন, সিনেমার মতো দেশটিতেই তারা বিয়ে করুক।
রণবীর ও দীপিকা’র দুই পরিবার একসঙ্গে বসে এ বছর শেষের দিকে তাদের বিয়ে ঠিক করেছেন। কিন্তু শেষ অবদি বিয়েটা কোথায় হবে তা এখনও জানা যায়নি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি সুইজারল্যান্ডের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়েছেন রণবীর সিং। আর সে দেশের পর্যটন বিভাগের কর্মকর্তারা চাইছেন ছবির মতো এই দেশটিতেই বিয়ে করুক বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যেই তাদেরকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাব আসার পর থেকে বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে। সবার প্রশ্ন- তবে কি তারাও বিরুষ্কার মত বিদেশের মাটিতে বিয়ে করতে যাচ্ছেন?
উল্লেখ্য, রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বলিউডে নানান আলোচনা চলছে। সব ঠিকঠাক থাকলে এ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই বিয়ে করবেন বলিউডের সুপারস্টার এই জুটি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এসএ/










