ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নাইটদের জয়ে শাহরুখের সেলিব্রেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ইডেনের মাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে আইপিএল যাত্রা শুরু করেছে শাহরুখ খানের দল। রোববার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চার উইকেটে হারিয়েছে নাইটরা। দলের জয়ের এই সেলিব্রেশন নিজের সন্তানদের সঙ্গেই করলেন কিং খান। ইডেনের গ্যালারিতে মেয়ে সুহানা ছোট ছেলে আব্রামকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন শাহরুখ।

তবে শুধু শাহারুখ, সুহানাই নন, ইডেন মাঠে খেলা দেখতে উপস্থিত ছিলেন শাহরুখ পত্নী গৌরী খান এবং শাহরুখের পরিবারের ঘনিষ্ঠ সঞ্জয় কাপুরের পরিবার। এদিন সুহানার সঙ্গে একসঙ্গে খেলা দেখতে দেখা যায় সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুরকেও। সুহানা, সানায়ারা মন দিয়ে খেলা দেখলেও ছোট্ট আব্রামকে দেখা যায় ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকতে। ইতিমধ্য ওই সব ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল সাইটে। যা প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরালও হয়ে যায়।

তবে এই প্রথমবার নয়, এর আগেও বাবা শাহরুখের সঙ্গে ইডেনে খেলা দেখতে এসেছেন সুহানা। ওই সময় অবশ্য সুহানা অনেক ছোট ছিল। ২০১৩ সালে আইপিএলের সময় সুহানার একটি ছবি ভাইরাল হয়।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি