ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

দর্শক মাতাচ্ছে ‘ভেনম’র ট্রেলার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

পুরো বিশ্ব যখন ‘মার্বেল’র ‘অ্যাভেঞ্জারস : ইনিফিনিটি ওয়্যর’ নিয়ে তোলপাড় হচ্ছে ঠিক তখন আলাদা করে দর্শকদের নজর কাড়লো ‘ভেনম’

এ সিনেমায় টম হার্ডিকে অভিনয় করতে দেখা যাবে একজন সাংবাদিক এডি ব্রুকের চরিত্রে। ঘটনাচক্রে ‘ভেনম’ নামক এলিয়নের শিকার হয় এডি। ‘ভেনম’ সেই তরল পদার্থের সংস্পর্শে এসে এডির জীবন হয়ে ওঠে দুর্বিসহ। কখনও মানবের জীবন, কখনও এলিয়নের।

এই নিয়ে এগোবে ‘ভেনম’র চিত্রনাট্য৷ সম্প্রতি মু্ক্তি পেল সিনেমার ট্রেলার। যা রীতিমত ভাইরাল চারিদিকে।

‘মার্বেল’র স্পাইডার-ম্যান কমিকসে প্রথম উঠে আসে ‘ভেনম’র নাম৷ স্পাইডারম্যানের সঙ্গে সংযুক্ত এই চরিত্রটি একটি এলিয়ন সিম্বায়োট। এলিয়নটি বেঁচে থাকার জন্য নিজের শরীর থেকে অ্যামোফাসযুক্ত তরল পদার্থ বের করে যা মানবদেহের সংস্পর্শে এলে সিম্বায়োট জীবিত থাকে এবং আরও শক্তিশালী হয়ে ওঠে।

পরিচালক রুবেন ফ্লেইশারের সিনেমা ‘ভেনম’ সিনেমাটি মু্ক্তি পাবে চলতি বছর ৮ অক্টোবর। টম হার্ডিসহ থাকছেন মিশেল উইলিয়ামস, রিজ আহমেদ।

 

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি