বন্ধ হয়ে গেলো জাজের ইউটিউব চ্যানেল
প্রকাশিত : ০৮:৪৪, ২৯ এপ্রিল ২০১৮
 
				
					নীতি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলটি বাতিল করেছে ইউটিউব কর্তৃপক্ষ।
শনিবার থেকে চ্যানেলটি আর দেখা যাচ্ছে না। চ্যানেলের লিঙ্কে ইউটিউবের দেওয়া একটি বার্তা প্রদর্শিত হচ্ছে।
এতে বলা হয়, ‘স্প্যাম, প্রতারণামূলক আচরণ আর ভুল দিকে পরিচালিত করে এমন কনটেন্টের বিরুদ্ধে থাকা ইউটিউবের এক বা একাধিক নীতি বা অন্যান্য শর্ত লঙ্ঘনের দায়ে এই অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।’
স্প্যাম, প্রতারণামূলক আচরণ আর ভুল দিকে পরিচালিত করে এমন কনটেন্টের বিরুদ্ধে সম্প্রতি জোরালো অবস্থান নিয়েছে বিনামূল্যে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে ইউটিউব থেকে গত তিন মাসে বিশ্বের ৮৩ লাখ ভিডিও সরানো হয়েছে বলে বিবিসির খবরে জানা গেছে।
এসএ/
 
				        
				    






























































