ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

প্রভাসের ‘সাহো’র শ্যুটিংয়ের ছবি ফাঁস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২ মে ২০১৮

Ekushey Television Ltd.

‘বাহুবলী’তে অভিনয় পর থেকেই জনপ্রিয়তার শিখরে প্রভাস। আপাতত ‘সাহো’র শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। এই মুহুর্তে আবুধাবিতে অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করছেন প্রভাস। মঙ্গলবার সুজিত রেড্ডি পরিচালিত প্রভাসের ‘সাহো’র শ্যুটিংয়ের ছবি ফাঁস হয়ে গিয়েছে।
ছবিতে প্রভাসকে একটি বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পরনে ব্ল্যাক জিন্স ও ধূসর রঙের জ্যাকেট। ছবি দেখে বেশ বোঝা যাচ্ছে কোনও অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করছেন তিনি।
দুবাইয়ের রাস-আল-খাইমা, বুর্জ খলিফা, ইতিহাদ টাওয়ার-শ্যুটিং ‘সাহো’র শ্যুটিং হওয়ার কথা রয়েছে। যার কোরিওগ্রাফি করছেন হলিউডের বিখ্যাত স্টান্টম্যান কেনি বেটস। হলিউডের ‘আর্মাগেডন’, ‘মিশন ইমপসিবল’, ‘ট্রান্সফরমার’র মত সিনেমাতে কাজ করেছেন কেনি বেটস।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি